প্রকাশিত: Fri, Jan 26, 2024 1:35 AM
আপডেট: Tue, Jul 1, 2025 7:48 PM

[১]পাকিস্তানে ইমরান খান ও তার দল পিটিআইয়ের খবর প্রচারে নিষেধাজ্ঞা আরোপ

ইমরুল শাহেদ: [২] পাকিস্তানের একটি বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিক আমীর মেহমুদকে সেনাবাহিনীর একজন কর্মকর্তা বলেছেন, তারা যেন ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নামে কোনো খবর প্রচার না করেন। নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে স্বতন্ত্র হিসেবে বলতে হবে এবং সংশ্লিষ্টদের বরাদ্দকৃত প্রতীকের কথা বলা যাবে। কাউকে পিটিআইয়ের প্রার্থী বলা যাবে না। এ তথ্য আমীর মেহমুদ গণমাধ্যম আল-জাজিরাকে জানিয়েছেন। 

[৩] আমীর মেহমুদকে একজন সেনা কর্মকর্তা এ নির্দেশনা দিয়েছেন টেলিফোনের মাধ্যমে। 

[৪] পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান প্রতিষ্ঠিত পিটিআই দলটি দেশটিতে সবচেয়ে জনপ্রিয় একটি রাজনৈতিক দল। কিন্তু এই খ্যাতিমান ক্রিকেটর ২০২৩ সালের আগস্ট মাস থেকে কারাবন্দি রয়েছেন। তার বিরুদ্ধে দুর্নীতি ও রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস করার অভিযোগ আনা হয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে বিচার কাজ চলছে। তবে তিনি অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে সব অভিযোগ অস্বীকার করেছেন। 

[৫] ২০২২ সালের এপ্রিল মাসে আস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর ইমরান খান ও তার দল পিটিআইয়ের কর্মীদের উপর নানাভাবে নির্যাতন চালানো হচ্ছে। 

[৬] নির্বাচন কমিশন ইমরান খান ও পিটিআইয়ের অনেক প্রার্থীর মনোনয়ন বাতিল করে দিয়েছে। দলীয় প্রতীক ব্যাট ব্যবহার করার অনুমতি দেওয়া হয়নি এবং প্রার্থীদের স্বতন্ত্র হিসেবে নির্বাচন করতে বাধ্য করা হয়েছে। সম্পাদনা: ইকবাল খান